২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:১১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:১১ পূর্বাহ্ণ

হবিগঞ্জে নতুন আরো ১৫ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ৫৩৭, মৃত্যু ৬

     

একে কাওসার, (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জে নতুন করে আরো ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর এনিয়ে জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ৫৩৭ জনে। শুক্রবার বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে পরীক্ষায় নতুন করে আরো ১৫ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৮ জন এবং বাহুবল উপজেলায় রয়েছে ২ জন। জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৫৩৭ জন এবং সুস্থ হয়েছে ১৮৮ জন ও মৃত্যু বরণ করেছে ৬ জন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ব্যক্তি সচেতনতাই পারে একমাত্র করোনা থেকে সবাইকে বাঁচাতে। জলা স্বাস্থ্যবিভাগ জেলার যেসব এলাকাকে রেড জোন করেছ সেসব এলাকার লোকজনদেরকে বাসা থেকে বের না হওয়ার জন্য জেলা প্রশাসন মাইকিং করে অনুরোধ করে যাচ্ছে। একইসাথে ৪ টার মধ্যে ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধেরও নির্দেশ দিয়েছি। রাত ৮ টার পর যেনো কেউ বাসা থেকে বের না হন সে বিষয়েও ওইসব এলাকার জনসাধারণকে জানানো হয়েছে। তারপরেও যদি কেউ আইন অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply