১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১৯/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৫:১৯ পূর্বাহ্ণ

বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার দায়ে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড

     

একে কাওসার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করা দায়ে  ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
স্থানীয় বাজার গুলোতে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার অপরাধে ৫ ব্যবসায়ীকে ৫ হাজার ৭শ টাকা অর্থদন্ড করেন। এসময় হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতনতা মূলক বিভিন্ন প্রচারনা করেন ইউএনও মাসুদ রানা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ঔষধের দোকান ২৪ ঘন্টা ও অন্যান্য দোকান সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত খোলা রাখার ঘোষনা দেন। এছাড়া সেলুন ও চায়ের সকল প্রকার দোকান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থায়ীভাবে বন্ধ রাখার ঘোষনা দেন।
সরকারি নির্দেশনা উপেক্ষা করে যেকেউ ব্যবসা পরিচালনা করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার হত দরিদ্রদের মাঝে মাস্ক বিতরন করেছেন। বানিয়াচং থানার একদল পুলিশ মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply