২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৪৭/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মনোনীত হলেন পাবনার মিঠু

     

আলাউদ্দিন হোসেন,পাবনা
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ( আনিছ-রবিউল) রেজিঃ এস-১২০৪৮ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক হিসাবে মনোনিত হয়েছেন পাবনা সদর উপজেলার ১২৪ নং শালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম মিঠু। তিনি বর্তমানে একই সংগঠনের পাবনা সদর উপজেলার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সততা, সাহস, কর্মতৎপরতা ও নেতৃত্বের গুনাবলী বিবেচনা করে সংগঠনের কেন্দ্রীয় নীতি নির্ধারনী কমিটি, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও  সাধারন সম্পাদকের সম্মতি সাপেক্ষে তাকে এই পদে পদায়ন করা হয়। রাজনৈতিক পরিবারের সন্তান আরিফুল ইসলাম মিঠু স্কুল জীবন থেকেই ছাত্রদের অধিকার আদায়ে তৎপর ছিলেন। ছাত্রজীবনে তিনি গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পাবনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি সরকারি এডওয়ার্ড কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও ফাস্ট ক্লাস পেয়ে এমএসএস ডিগ্রী লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি স্কুল, মাদরাসা, মসজিদসহ নানাবিধ সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন। তিনি গয়েশপুর শহীদ স্মরনীকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও শালাইপুর কমিউনিটি ক্লিনিকের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তার বাবা মরহুম হাসান আলী ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা ও গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন সংগ্রামে আরিফুল ইসলাম মিঠু থাকেন সম্মুখ যোদ্ধা হিসাবে। এই তরুন নেতৃত্বের প্রতি অকুন্ঠ আস্থা রয়েছে জেলার শিক্ষক সমাজের। সংগঠনের পাবনা জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ জেলার শিক্ষক সমাজ তাদের সহযোদ্ধা আরিফুল ইসলাম মিঠুকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মনোনিত করায় কেন্দ্রীয় সভাপতি আনিছুর রহমান ও সম্পাদক এন এ সিদ্দিকী রবিউল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply