২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫৩/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ

সিরাজদিখানে উপজেলা স্বাস্থ্য করামপ্লেক্সে নমুনা সংগ্রহের বুথ স্থাপন

     

মোঃ মাহমুদুল হাসান
মুন্সীগঞ্জ সিরাজদিখানে বাংলাদেশ আওয়ামীলী কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীরের নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বদিউজ্জামানের কাছে নমুনা সংগ্রহের আধুনিক ও সুরক্ষিত এই বুথটি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলী কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনুল হাসান নাহিদ,এ্যাডভোকেট আবু সাঈদ, সিরাদিখান উপজেলা দৈনিক জনতা প্রতিনিধি লতা রানী মন্ডল, সিরাদিখান উপজেলা দৈনিক সংবাদ প্রতিনিধি গোপাল দাস হৃদয়,ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবু, আলমগীর হোসেন গাজী,তৌহিদ খান সম্রাট, সুখন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, এম ভি তোফাজ্জল হোসেন, ওমর ফারুক সজীব প্রমুখ। বাংলাদেশ আওয়ামীলী কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর জানান, করোনা শনাক্তের অন্যতম শর্ত হচ্ছে সঠিকভাবে নমুনা সংগ্রহ করা। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করার সময় উপসর্গ থাকা ব্যক্তির আচরণের কারণে সঠিকভাবে নমুনা সংগ্রহ করা জটিল হয়ে পড়ে। এছাড়া নমুনা সংগ্রহ কারীদের মধ্যেও ভীতি কাজ করে। কোনো ব্যক্তির নমুনা সংগ্রহ করতে গেলে ওই স্থানের আশপাশের লোকজন তা দেখতে আসে। এতে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। এখন বুথের মাধ্যমে নমুনা সংগ সংগ্রহের ফলে এসব সমস্যার সমাধান হবে। নমুনা সংগ্রকারী মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তোপাজ্জল হোসেন জানান, করোনা নিয়ে সবার মধ্যে আতঙ্ক রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের সময় উপসর্গ থাকা ব্যক্তি হাঁচি, কাশি দিতে থাকেন। ফলে নমুনা সংগ্রহকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দেয়। এখন কোনো প্রকার ভীতি ছাড়াই নমুনা সংগ্রহ করা যাবে। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ বদিউজ্জামান জানান, বাংলাদেশ আওয়ামীলী কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীরের নিজস্ব অর্থায়নে ওসহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ স্থাপন করেন। এটি এই উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত প্রথম বুথ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply