২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:৫৯ পূর্বাহ্ণ

বাবুনগরীকে অব্যাহতি: আহমদ শফী আমৃত্যু মহাপরিচালক

     

হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালকের দায়িত্ব থেকে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে অব্যাহতি দিয়ে এই  পদে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে নতুন করে মুঈনে মুহতামিম (সহযোগী পরিচালক) নিয়োগ দেয়া হয়েছে। একেই সাথে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আমৃত্যু হাটহাজারী মাদরাসার মহা পরিচালক পদে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার শুরা কমিটি।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাদরাসার একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত শূরা কমিটির বৈঠক চলে। বুধবার মজলিসে শুরা কমিটির বৈঠকের শুরুতে জুনায়েদ বাবুনগরীকে রাখা হয়নি। বৈঠক শুরুর আড়াই ঘণ্টার বেশি সময় পর দুপুর পৌনে ১টার দিকে মাদ্রাসার পরিচালনা কমিটির সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ডাকা হয়।

মাদ্রাসার শুরা সদস্যরা হলেন
ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা পরিচালক ও হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদরাসা নায়েবে মুহতামিম ও বেফাক যুগ্ম-মহাসচিব মুফতি নুরুল আমিন, ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী, হাটহাজারীর আল জামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও হাটহাজারীর ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।

মূলত, গত মে মাস থেকেই দেশে ধর্মভিত্তিক বিভিন্ন আন্দোলনের উৎসভূমি হয়ে ওঠা হাটহাজারী মাদরাসার শীর্ষ পদে আহমদ শফীর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দুটি পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আজকের শুরা বৈঠকের মাধ্যমে সে সমস্যার সমাধান হলো।

এ দিকে শুরা বৈঠক তথা মাদরাসার শীর্ষ পদে শাহ আহমদ শফীর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে তৎপরতায় প্রকাশ্যে আসা দুই পক্ষের দ্বন্দ্বে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এমন শঙ্কায় হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply