২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:২৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ

নিরবে চলে গেলেন শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু তাহের

     

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু তাহের এর তিন দফা জানাযা শেষে গত  রবিবার সকালে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের নিজ গ্রাম উত্তর পরুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাওলানা আবু তাহের শনিবার রাত সাড়ে ৯ টায় ঢাকায় ইন্তেকাল করেন। মরহুমের প্রথম জানাযা শনিবার রাত ১.৪৫ মিনিটের দিকে ঢাকা মগবাজারস্থ বাসার নিচে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা রবিবার সকাল ৮ টায় চট্টগ্রামের বহদ্দারহাটে ও সর্বশেষ  নিজ বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। তার শেষ জানাযায় ইমামতি করেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আ ন ম সামশুল ইসলাম। জানাযায় অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতের দায়িত্বশীল শাহজাহান চৌধুরী  ও দক্ষিণ জেলা আমীর জাফর সাদেক, মাওলানা আতিকুল ইসলাম, জাকারিয়া, ইসহাক, আবদুল গণি,আশরাফ উদ্দিন চৌধুরীসহ দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি ও আনোয়ারা উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোক জানাযায় অংশগ্রহণ করেন।

প্রসংগত অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু তাহের বিশিষ্ট আলেমেদ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করেন।তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।১৯৯১ সনে ঘূর্ণিঝড়ে তিনি  নিজ এলাকা আনোয়ারার উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন উপকুলীয় দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।তিনি বন্দর পতেঙ্গা সংসদীয় আসনে দাড়ি পাল্লা মার্কা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply