২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৪৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ফিতরা ৭০ টাকা নির্ধারণ

     

আজ ১৪ জুন দুপুর ১২টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মহোদয়ের কক্ষে বিশিষ্ট ওলামায়ে কেরাম ও মুফতিয়ানে কেরামদের নিয়ে সাদকাতুল ফিতির সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল হযরতুল আল্লামা সাইয়্যেদ মো: আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে অভিমত ব্যক্ত দেন বায়তুশ শরফের পীর বাহরুল উলুম আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া পটিয়ার মুফতি আল্লামা শামসুদ্দিন জিয়া, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. সাইয়্যেদ আবু নোমান, দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী, বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সেক্রেটারী জেনারেল মুফতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক, জাতীয় ইমাম সমিতির সেক্রেটারী মুফতি মাওলানা ফারুক ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন, অধ্যাপক ড. মাওলানা এনামুল হক, চন্দনপুরা মসজিদের খতিব মাওলানা মুফতি হেলাল উদ্দিন, কাট্টলী জাকেরুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবু হানিফা মো: নোমান, মসজিদ মিশন চট্টগ্রাম মহানগরী সহসভাপতি কাজী জাফর আহমদ, বায়তুশ শরফের প্রধান মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন, পতেঙ্গা আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদ ছলিমুল্লাহ, বন্দরটিলা আলী শাহ জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, শাহ মজিদিয়া ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি, জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় ওলামা মাশায়েখগণ চট্টগ্রামের এলাকার আটা ও ময়দার বাজার দর যাচাই বাছাই করে শরীয়তের দৃষ্টি ভঙ্গিতে গরীবদের কল্যাণের কথা চিন্তা ভাবনা করে চট্টগ্রাম অঞ্চলের জন্য সর্বনিম্ন সাদকাতুল ফিতর ৭০ (সত্তর) টাকা সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। ওলামাগণ এতদাঞ্চলে মুসলমানদের উপরোক্ত হারে ফিৎরা আদায়ের জন্য বিশেষভাবে আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply