২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৩২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

বন্দর-ইপিজেড পতেঙ্গায় করোনা হাসপাতালের আউটডোর কার্যক্রমের শুভ সূচনা

     

পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ভবনে ডাঃ হোসেন আহম্মদের উদ্যোগে উৎসাহী সচেতন জনতার সম্মিলিত প্রয়াসে বৈশ্বিক মহামারিতে(কোভিড-১৯) প্রতিষেধক-সেবা প্রদানের লক্ষে “অস্থায়ী করোনা হাসপাতাল নাম” করণে অস্থায়ী আইসোলিশন সেন্টার প্রথম দিনে স্থানীয় রোগিকে দিয়ে আউটডোর সেবার কার্যক্রম উদ্বোধন হয় ১৩জুন শনিবার সকাল সাড়ে ১১টায়।
সূচনা দিবসে পতেঙ্গা ধুমপাড়ার স্থায়ী বাসিন্দা মোঃ হারুন উর রশিদকে চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে বিশাল মহৎকাজের উদ্বোধন হয়।এর আগে সকালে প্রশাসনের উর্ধ্বনত কর্তা, বিএমএর সদস্য (ডাক্তার),সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও চসিকের নির্বাচিত জনপ্রতিনিধিরা সরজমিনে উপস্থিতিতে বন্দর-ইপিজেড পতেঙ্গায় অস্থায়ী ”করোনা হাসপাতালের” প্রধান গেইটে ফিতা কেটে ও বিশেষ দোয়া মুনাজাত করে কর্মসূচির যাত্রা করেন।
এসময় চসিক মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম,পতেঙ্গার থানার ওসি উৎপল বড়ুয়া, উদ্যোগের সহ-সমন্বয়কারী-সাবেক ছাত্রনেতা মোঃ জাকির আহম্মদ খোকন,সমাজকর্মী মোঃ সেকান্দার আজম, মোঃ সেলিম,আলী আকবর চৌধুরী,আবুল হাশেম রাজা,চিকিসৎক প্রতিনিধি-আবুদল গনি,খান মোঃ সাইফুল,আমীর হামজা,জাহিদ হোসেন খোকন, হাসান সুমন,দূর্লভ, তৌহিদ,বাদশা,রানা সহ উদ্যোক্তার উৎসাহী সচেতন যুব প্রতিনিধিগন।
      পতেঙ্গায় অস্থায়ী আইসোলিশনে বিভিন্ন সংগঠনের অনুদান প্রদান
বৈশ্বিক মহামারিতে(কোভিড-১৯) প্রতিষেধক-সেবা প্রদানের লক্ষে “অস্থায়ী করোনা হাসপাতালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,ব্যবসায়িক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে নগদ অর্থ,এলইডিটিভি,কম্পিউটার,বৈদ্যুতিক জেনারেটর,মশারী,হ্যান্ড গ্লাবাস,ঔষধ ও বেড-বিছানা উদ্যোক্তা ডাঃ হোসেন আহম্মদের হাতে তুলে দেন।
তরীকত ফেড়ারেশনঃ  মহানগর তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ নজিবুল বশর(মাইজভান্ডারী)র পক্ষে“অস্থায়ী করোনা হাসপাতালে” একটি বৈদ্যুতিক জেনারেটর প্রদান করেন।নগর কমিটির সদস্য সচিব,বিশিষ্ট সেবক মোঃ মুনসুর আলম ভান্ডারীর সহায়তায় জেনারেটর প্রদানের সময় উপস্থিত ছিলেন-নগর আহবায়ক কাজী আহসনুল মোরশেদ কাদেরী,নগর আহলে সুন্নত আল কমিরি নেতা মোঃ জামাল উদ্দিন আল-কাদেরী,বন্দর থানা ছাত্রলীগ সভাপতি মোঃকাইয়ুম,তরীকত নেতা জাফর ভান্ডারী এবং সম্মানিত অতিথি ছিলেন পতেঙ্গার থানার ওসি উৎপল বড়ুয়া।
এছাড়া পতেঙ্গা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষে মোঃ নিজাম উদ্দিন নগদ ৩০ হাজার,আলহাজ্ব রফিক আহম্মদ পরিবার পক্ষে ১০হাজার,উইনিং ফাইটার ক্লাবের সভাপতি ইব্রাহিম খলির বাদশা,ব্যারিস্টার কলেজ রোড ”আলফা নেটওয়ার্ক” সহ আরো কয়েকটি সংগঠন বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ১৩ জুন সকালে প্রদান করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply