২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতির মুক্তির দাবীতে মানববন্ধন মুক্তি না দিলে কঠোর আন্দোলন ঘোষনা করা হবে

     

 

এ.কে কাওসার, হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জ দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বীর মুক্তিযোদ্ধা, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিককে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে এবং রাসেল চৌধুরী, নিরঞ্জন সাহা নিরুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সর্বস্তরের সাংবাদিকরা।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শরীফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ,সহ-সভাপতি আব্দুর বারী লস্কর, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্রীকান্ত, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ খান, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির হবিগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান শওকত, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মশিউর রহমান কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, চুনারুঘাট রিপোর্টার ইউনিটির সেক্রেটারী নুরুল আমিন চৌধুরী, হবিগঞ্জের বানীর সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক নুরুল টিপু, মানবকন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি পাভেল খান চৌধুরী, শ্রীমঙ্গলের সাংবাদিক খলিলুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাপ্তাহিক হবিগঞ্জের সম্পাদক হুমায়ুন কবির, হবিগঞ্জের জননীর সম্পাদক ফজলে রাব্বীর রাসেল, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এমএ ওয়াহেদ, দিদার এলাহি সাজু, আব্দুল জলিল, সৈয়দ মশিউর রহমান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, চ্যানেল এস এর সহকারী সিরাজুল ইসলাম জীবন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, একে এম ওয়াহাব নাইমী, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, বাংলা নিউজের জেলা প্রতিনিধি টিটু আহমেদ, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, আখলাছ আহমেদ প্রিয়, দ্যা রিপোর্ট এর জেলা প্রতিনিধি কাজল সরকার, হবিগঞ্জ এক্সপ্রেসে স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, কাজী মিজান, দৈনিক খোয়াই স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, নজরুল ইসলাম সাংবাদিক এম সজলু, শাহ মামুন, শাহ আলম, জুবায়ের আহমেদ, সবুর আহমেদ, হাবিবুর রহমান ডিউক, জহিরুল ইসলাম, সহিবুর রহমান, মোহাম্মদ বাচ্চু মিয়া, জাহেদ আলী মামুন, রায়হান আহমেদ মুন্না, এইচ এম হেলিম প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তরা, অনতি বিলম্বে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোাস্তফা রফিকের মুক্তিরদাবী জানান। অন্যথায় হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সকল সাংবাদিক ও সুশীল সমাজের লোকদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনতে বাধ্য করা হবে।

উল্লেখ্য, হবিগঞ্জের স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচারে জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে আওয়ামীলীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয় যাতে হবিগঞ্জ-২ আসনের এমপি মজিদ খানের নামও রয়েছে। এর প্রেক্ষিতে গত ১২ জুন হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের ভাতিজা ও পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদী হয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক কারাগারে রয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply