২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:০৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১:০৯ পূর্বাহ্ণ

আল্লামা শফী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন

     

আল্লামা শাহ আহমদ শফীর শারিরীক অবস্থার ক্রমশ উন্নতি ঘটছে। আল্লামা শফী’র ছেলে মাওলানা আনাস মাদানি বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৯ জুন) চিকিৎসকরা জানিয়েছেন, চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আল্লামা শফী  আগের চেয়ে অনেক ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাপসাতালের আইসিইউ ওয়ার্ডের ১১ নম্বর বেডে ভর্তি থাকা আল্লামা শফীর চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন সাত সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক‌্যাল বোর্ড।

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আল্লামা শফীর চিকিৎসার সাথে সংশ্লিষ্ট এক চিকিৎসক জানান, ১০৩ বছর বয়সী আল্লামা শফী আট ধরনের রোগে ভুগছেন। এখন তার শারিরীক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি কথা বলছেন।

অনেকের কুশলাদি জিজ্ঞাসা করছেন। বিশেষজ্ঞ চিকিৎসক দল সার্বক্ষণিক তার চিকিৎসা তদারকি করছেন। হাসপাতালে ভর্তির সময় তার গ্লাসগো কমা স্কেল ছিলো ৬। মঙ্গলবার দুপুরে তা স্বাভাবিক অবস্থা ১৫তে উন্নিত হয়েছে।

গত রোববার (৭ জুন) সন্ধ্যার দিকে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি চমেকের আইসিইউ ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply