১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:২৮/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ

আনোয়ারায় হত দরিদ্র কৃষকের পাকা ধান কেটে বাড়ি তুলে দিল বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্যরা

     

আনোয়ারা প্রতিনিধি(পূর্ব)

করোনা ভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র চাষিদের পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আনোয়ারা উপজেলা। এরই অংশ হিসেবে সপ্তম ধাপে বুধবার (২৭ মে) সকালে আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মুহাম্মদ আলমগীর তালুকদারের নির্দেশে পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের হতদরিদ্র ও অসুস্থ কৃষক কাজী নুরুল আনোয়ারের ১৩ গণ্ডা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দরা। ধান কাটায় অংশ নেন সংগঠনের আনোয়ারা উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক মোঃ মোরশেদ আলম, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ দিদারুল আলম রিফাত, পরৈকোড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সাইফু উদ্দিন, মোঃ ফোরকান, মোঃ ইউছুপ, অমলেন্দু দেবনাথ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা যুগেশ চন্দ্র টে

কনিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক হৃদয় দেবনাথ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা পরৈকোড়া ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক মোঃ হোসেন, প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন জাবেদ, নিলয় দেবনাথ, রিপন দেবনাথ, মোঃ শওকত, মোঃ রাকিব-প্রমুখ।

আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মুহাম্মদ আলমগীর তালুকদার বলেন, করোনাভাইরাসের প্রভাবে দেশে ক্রান্তিকাল চলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অসহায় কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আনোয়ারা উপজেলা ও পরৈকোড়া ইউনিয়ন নেতৃবৃন্দরা পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের কৃষক কাজী নুরুল আনোয়ারের ১৩ গণ্ডা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। যেকোনও অসহায় কৃষকের পাশে থাকবে আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply