২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়িতে করোনায় কর্মহীন মানুষের পাশে সনাতন সমাজ কল্যাণ পরিষদ

     

 

খাগড়াছড়ি,প্রতিনিধি

বৈশ্বিক করোনা মোকাবেলায় খাগড়াছড়িতে কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। মহামারী করোনা সংক্রমণ ঠেকাতে জেলায় লকডাউন ঘোষণা করার পর থেকেই, বিভিন্ন ভাবে কর্মহীন সাধারণ মানুষকে সহায়তা করে যাচ্ছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে শহরের শহীদ কাদের সড়কস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সাতশ দরিদ্র পরিবারে মাঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও, সনাতন সমাজ কল্যাণ পরিষদ উপজেলা নেতৃবৃন্দের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় কর্মহীন, দরিদ্র সনাতনী সম্প্রাদায়ের মাঝে বিতরণের জন্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন, সংগঠনটির প্রধান উপদেষ্ঠা ও স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন।
সামাজিক দূরত্ব বজায় রেখেই বিভিন্ন গ্রাম থেকে আশা কর্মহীন, হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময়, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্ঠা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, পৌরসভার মেয়র রফিকুল আলম, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন ও সমাজ কল্যাণ পরিষদের ত্রাণ কমিটির আহবায়ক অশোক মজুমদার সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply