১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:০৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

বিত্তশালীদের অর্থের সদব্যবহারের এটা একটা উপযুক্ত সময়

     

আজ সোমবার নগরীর বারিক বিল্ডিং মোড়ে দরিদ্র রোজাদারদের জন্য বিনামূল্যে ব্যুফে ইফতার বাজার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী মুক্তিযাদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজের উদ্যোগে এ ইফতার বাজার চালু করা হয়।
সামাজিক দুরত্ব মেনে মহানগরের আওতাধীন প্রত্যেকটি থানার নির্ধারিত একটি জোনে চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার বাজারে আসলেই গরীব রোজাদাররা বিনামূল্যে ভোগ করতে পারবে ভাত, চিকেন, ডিম, চনা, বেগুনি, পিয়াজু, আলুরচপ, সালাদ, বিশুদ্ধ পানি ও ফলের সমম্বিত ব্যুফে ইফতার।
কর্মসূচীর উদ্বোধনকালে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, আজিজুর রহমান একজন সাচ্ছা মুসলমান ও জাতির জনকের সুযোগ্য কর্মী হিসাবে নিজেকে প্রমান করেছে আজ। সে দুর্দিনে দুখী বান্দার মুখে অন্ন তুলে দিয়ে দ্বীনের পাশে দাঁড়িয়েছে এবং রোজা রেখে আল্লাহর নির্দেশ পালনকারীদের সেবা করতে যাচ্ছে। এ ধরনের মহৎ উদ্যোগ নিয়ে যারা আল্লাহর বান্দাদের সাহায্যে হাত বাড়িয়ে দেয়, তারা পরম করুনাময় আল্লাহত আয়ালার সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়। দিন শেষে রোজাদারের শুষ্ক নিরন্ন মুখে হাসি ফোটায় ইফতার। রোজা রেখে সময়মতো ইফতার করা ও অন্যকে ইফতার করানোয় রয়েছে অশেষ সওয়াব ও কল্যাণ।
এ প্রসংগে তিনি আরো বলেন, মহামারী করোনায় সকল স্তরের মানুষ জীবন জীবিকা নিয়ে কমবেশী সমস্যায় আছে। ধন সম্পদ, অর্থ, কড়ি এ মহামারীর সামনে তুচ্ছ হয়ে গেছে আজ। এতদিনের অর্জিত ঐশ্বর্য্য যদি মানুষের কাজে না লাগে, তবে সবকিছুই বৃথা। বিত্তশালীদের অর্থের সদব্যবহারের এটা একটা উপযুক্ত সময়। আয়হীন মানুষের মুখের আহারের ব্যবস্থায় উদ্যোগী  ভূমিকা নিয়ে এগিয়ে আসার মাধ্যমে আমরা বরকত লাভ করতে সক্ষম হব। মাহে রমজানের মাসে রোজাদারদের দোয়া মহান রাব্বুল আল আমিনের দরবারে সরাসরি কবুল হয়।  অবস্থাসম্পন্ন সকলের উচিৎ দুর্দশাগ্রস্থদের পাশে থাকা।
এতে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদ, ইসলামিয়া কলেজ সাবেক সহ-সভাপতি মনির উদ্দিন মনি, যুবলীগ নেতা রাসেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ইসলামিয়া কলেজে ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো.করিম, মহানগর ছাত্রলীগের ক্রীড়াসম্পাদক আবু তারেক রনি, সহসম্পাদক সাহারিয়ার হাসান, ইসলামিয়া কলেজ ছাত্রসংসদ এর ভিপি ফয়সাল সাব্বির, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, নগর ছাত্রলীগের উপ সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ, সদস্য ফয়সাল অভি, পিংকি সাহা, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, আসিফ আলভি, ছাত্রসংসদের জিএস ডায়মন্ড, এজিএস নোমান সাইফ, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশীষ সরকার নয়ন, মো. রাজু, নোবেল হক, রিদয়, প্রিতম, শুভ ঘোষ, আবু কায়সার তুষার, আল আমিন, রিয়াদ, আলবি, মাহফুজ, চিসতি, সজল, আকিব, অপি, সংগিতা ভট্টাচার্য, নুসরাত ইয়াসমিন ইতু, শারমিন আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ইসতা, সুলতানা তাসনিম শাকিলা, সায়মা আফরিন শশি, তানিয়া আকতার তিন্নি, নূরি তাজ সায়মা, শমিষ্ঠা ভট্টাচার্য প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply