২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৫৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৩:৫৭ পূর্বাহ্ণ

মা দিবসের তিনটি ছড়া

     

১.ভালোবাসা
আলাউদ্দিন হোসেন
মায়ের প্রতি ভালোবাসা
সুখ আর সুখ
মায়ের মুখে রঙিন হাসি
রঙিন প্রিয় মুখ।
জন্মদাতা শ্রেষ্ঠ পিতা
ভালোবাসার ঘ্রাণ
মাথার উপর বটের ছায়া
জুড়ায় মনপ্রাণ।
ভাইবোনের ভালোবাসা
জনম জনম ভর
মিষ্টিমধুর ভালোবাসা
রঙে ভরা ঘর।
২.মায়ের আঁচল 
মায়ের হাসি দিবানিশি
সুখ আর সুখ
আঁচলজুড়ে ভালবাসা
সমাপ্তি সব দুখ।
মিষ্টি মধুর কথা বলা
স্বর্গ সুখের হাসি
আঁচলজুড়ে আদর মায়া
আনন্দ রাশি রাশি।
স্বার্থছাড়া ভালবাসা
মায়ের মুখের হাসি
দিবানিশি মাকে আমি
বড্ড ভালবাসি।
.আমার মা
আমার মায়ের আঁচল খানা
ভালোবাসার ঘর
ভালোবাসায় যুক্ত রব
জনম জনম ভর।
মা যে আমার বেহেস্ত
অন্য কোথাও নাই
মায়ের কোলেই আমি আমার
বেহেস্ত খুজে পাই।
মায়ের মুখের হাসি যেন
স্বর্গ থেকে আসা
আঁচল দিয়ে জড়িয়ে রাখে
মধুর ভালোবাসা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply