২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

করব না কোথাও নালিশ

     

এম এ রশিদ

একটি কবিতা লিখবো বলে

কত রাত কাটিয়েছি বিনিদ্রায়

একটি গান লিখব বলে

কত পাখির কন্ঠে মিলিয়েছি কন্ট

অথচ আজ হাজারো কবিতার পান্ডুলিপি, আজ আমার হাতে

হাজারো গানের পাখি, আমাকে নিয়ে গান গাই আমার সাথে।

কত লাঞ্ছনা-বঞ্চনা শুনতে হয়েছে,

জানতে যদি কব

তাই হাজারো ভালো কাজের স্বীকৃতি পায়নি,

সামান্য ভুলে গিয়েছে হারায়,

পূর্বসূরিদের ভুলের দায় নিতে হয়েছে।

অযথাই মাথায় যে চেপে,

সেই আমরাই মানবতার গান গেয়ে যাই

করুণার মহামারীতে সব দুঃখ-কষ্ট ভুলে

নেই ঘারে অচুর্যতার লাশের বোঝা।

দূরে দূরে ঘুরি তোমাদের মঙ্গল করি,

তবু ঘরে থাকো সর্বদাই,

আমরা আছি যে করুণার ঝুঁকিতে

তবুও থাকি ঘরের বাহিরে,

তোমরা থাকো নিরাপদে

বিপদে-আপদে থাকিও সদা নিজ ঘরে

আমরা বেঁচে থাকিতে,

পারিবে না মরিতে

না খেয়ে কোন প্রাণ।

খাবার নেই ঘরে জানতে যদি পারে ,

রশিদ দিচ্ছে পৌঁছে ত্রাণ।

করুনা চিনেনা ধনী-গরীব সেনা,

সদা রাস্তায় থাকা রশিদ

তোমাদের জন্য মৃত্যু হলেও করব না কোথাও নালিশ

তোমরা যারা আজ গাইছো আমার গান

কৃতজ্ঞ তাদের তরে,

শুদিব তোমাদের ঋণ।

আসিবে ফিরে সেই দিন,

সুন্দর পৃথিবীটা পাবে ফিরে,

আমরা যে আছি জেগে।

অহর্নিশ সকলের মুক্তির প্রতীক্ষায় আমরা আছি বাহিরে

তোমরা থাকো ঘরে সোনালী ভোরের অপেক্ষায়।

শেয়ার করুনঃ

Leave a Reply