২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৪৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ

১৪ বিজিবি কর্তৃক অসহায়, গরীব, বিধবা, অতি বয়স্ক, পঙ্গু ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

     

আলহাজ্ব বুলবুল চৌধুরী

করোনা ভাইরাস উপলক্ষে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধিনস্থ সীমান্তবর্তী বিওপি সম‚হের দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, গরীব, বিধবা, অতি বয়স্ক, পঙ্গু ও হতদরিদ্র পরিবারের মাঝে মঙ্গলবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা
হয়েছে।
১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন  পত্নীতলায় (বিজিবি)র সার্বিক ব্যবস্থাপনায় পত্নীতলা  সাপাহার, ধামইরহাট, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকার ৫৭৬টি অসহায়, গরীব, বিধবা, অতি বয়স্ক, পঙ্গু ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ৬কেজি চাল, ২কেজি আটা, ১কেজি ডাল, হাফ লিটার তেল, আড়াইশ গ্রাম সুজি, ১প্যাকেট বিস্কুট ও হাফ কেজি লবন দেওয়া হয়।ত্রাণ সামগ্রী বিতরণকালে    পত্নীতলা  ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেলএসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি, উপ-অধিনায়ক মেজর এএসএম রবিউলহাসান উপস্থিত ছিলেন।
এবিষয়ে পত্নীতলা  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস.এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি জানান, পরস্পরের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিজিবি ত্রাণসামগ্রী বিতরণ করেছে। ভবিষ্যতেও এধরনের ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply