২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৪:১৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:১৭ পূর্বাহ্ণ

বিশ্বে করোনায় আক্রান্ত ৩৬ লাখের বেশি, মৃত্যু আড়াই লাখ , সুস্থ ১২ লাখ

     

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু আড়াই লাখ ছাড়াল। আক্রান্ত ৩৬ লাখের বেশি। আর মোট সুস্থ হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ। একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৪ জনের। মোট মারা গেছেন প্রায় ৭০ হাজার।

এছাড়া টানা ৮ সপ্তাহ পর একদিনে ইতালি ও স্পেনে মৃত্যু নেমেছে ২শ’র নিচে। ফ্রান্সে একদিনে প্রাণহানি হয়েছে ৩০৬ জনের। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যেও মৃত্যু কিছুটা কমে এসেছে। রাশিয়ায় বেড়েছে আক্রান্তের সংখ্যা, দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত সাড়ে ১০ হাজারের বেশি মানুষ। দেশটিতে মোট মারা গেছেন ১ হাজার ৩৫৬ জনের। ব্রাজিলে নতুন করে প্রাণ গেছে ৩১৮ জনের। দেশটিতে লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

এদিকে, চীনের গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র এমন বক্তব্যের প্রমাণ সরবরাহের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে এই বক্তব্যকে অনুমান নির্ভর বলেও আখ্যা দিয়েছে সংস্থাটি। সোমবার জেনেভা থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান।

শেয়ার করুনঃ

Leave a Reply