২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:১১/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

চিকিৎসক-করোনায় আক্রান্ত রোগীদের পাশে বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান

     

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ও করোনায় আক্রান্ত রোগীদের জন্য  ফলমূল ও সুরক্ষা সামগ্রী উপহার পাঠিয়েছেন বেসরকারী কারাপরিদর্শক আজিজুর রহমান আজিজ।

শনিবার (২ মে) দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনের মাধ্যমে রোগী ও চিকিৎসকদের জন্য তিনি এসব উপহার পাঠান।

এ বিষয়ে আজিজুর রহমান আজিজ বলেন, ‘চিকিৎসকরা সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিরাও আছেন মানসিক চাপে। চিকিৎসক ও আক্রান্তদের পাশে থাকার প্রত্যয় আমাদের। তাই তাদের জন্য সুরক্ষা সামগ্রী ও ফলমূল উপহার পাঠিয়েছি। যেহেতু সরাসরি ওই হাসপাতালে আমরা যেতে পারছিনা, তাই এসব পৌঁছে দিতে আমরা কোতোয়ালী থানার ওসি’র সহযোগিতা নিয়েছি।

কোতোয়ালী থানায় এসব উপহার পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন রনি মির্জা, ফরহাদ সায়েম, মো. জুয়েল, আবু তাহের রাজীব, শুভ বড়ুয়া, মো. রিয়াদ, মো. ইমরান, মো. হোসেন খান, আবির হোসেন, মো. অনিক প্রমূখ।

শেয়ার করুনঃ

Leave a Reply