২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:১১/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

আমরা শ্রমিক

     

আলাউদ্দিন হোসেন  দুটো কবিতা
আমরা শ্রমিক খেটে-খাওয়া
ন্যায্য বেতন চাই
দেশের কাজে ঘাম ঝরানো
দুঃখ নাহি পাই ।
মালিক কথায় ওঠাবসা
মালিক কথায় চলি
বিত্তশালীর হাতে মোরা
না হই যেন বলি।
সারাবেলা খাটাখাটি
ঝরে দেহের ঘাম
ন্যায্য বেতন দাবি জানাই
করে সকল কাম।
মালিক যারা সুখে থাকে
আমরা কেন দুখে
সময়মতো ন্যায্য বেতন
তিনবেলা ভাত মুখে।
শ্রমের দাম
তোমরা যারা বিত্তশালী
দিও শ্রমের দাম
আমরা শ্রমিক আমরা মজুর
খেটে-খাওয়া কাম।
খেটে-খাওয়া দেহ মোদের
খাটাখাটি করি
দেশের তরে আমরা শ্রমিক
খেটেখুটে মরি।
অট্টালিকা বানাই মোরা
ফসল করি চাষ
আমরা শ্রমিক আমরা মজুর
খেটে-খাওয়া কাজ।
শেয়ার করুনঃ

Leave a Reply