১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৫০/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৭১ জন মৃত্যু ২

     

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৭১ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৮ জন।

শুক্রবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে মোট ৩১টি ল্যাবে ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৫৭১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ২৩৮ জনের করোনা শনাক্ত হলো।

অধ্যাপক সুলতানা বলেন, করোনায় মৃতের তালিকায় আরও দুজন যুক্ত হয়েছেন। এদের একজন পুরুষ ও একজন নারী। একজন ঢাকার আর অন্যজন ঢাকার বাইরের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ১৪ করোনা রোগী হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট ১৭৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply