২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:২১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:২১ পূর্বাহ্ণ

টেরীবাজারে কর্মচারীর মৃত্যু, পুলিশ বলছে হার্ট এ্যাটাক আর ব্যবসায়ীরা বলছে পুলিশের পিটুনি

     

চট্টগ্রাম নগরীর টেরীবাজার মোহোদ্দেছ মার্কেটে শ্রী গিরি ধর (৬০) নামে এক বৃদ্ধ দোকান কর্মচারীর মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশের পিটুনিতে গিরি ধরের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গিরি ধর (৬০) টেরিবাজার মহাদেশ মার্কেটের প্রার্থনা নামে একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।

ঘটনা তদন্তে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, পুলিশের কেউ মারধর করেছে এমন তথ্য পাইনি। তারপরও পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সিএমপির কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, আজ ইফতারের আগ মূহুর্তে গিরি ধর নামে ওই কর্মচারী কিছু কাপড় চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন আটক করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে রাত ৮টার দিকে সে মারা যায়। হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply