১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৪৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ

আওয়ামী লীগ নেতা হাজী শফিউল আলমের ইন্তেকাল শোক প্রকাশ

     

 বাংলাপোস্টবিডি.কম
নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ  সম্পাদক,মুক্তিযোদ্ধের অন্যতম ভাষা
সংগঠক,চিটাগাংস্টিল মিলের সাবেক শ্রমিক নেতা এবং বর্ষীয়ান রাজনৈতিক নেতা হাজী মোঃশফিউল আলম শফি
(৭২)বুধবার ২৯এপ্রিল ভোর ৬টায় হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাহিল্লাহে…….রাজেউন)।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-
১১এর সাংসদ আলহাজ্ব এম.এ লতিফ,ইপিজেড থানা আঃলীগ আহবায়ক হাজী হারুন উর রশিদ, ৩৯নং ওয়ার্ড ভারপ্রাপ্ত
সভাপতি আলহাজ্ব সুলতান নাছির উদ্দিন শাহ, চসিক ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ সভাপতি হাজী জিয়াউল হক
সুমন,চসিক ৪০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন,মহিলা কাউন্সিরর মিসেস শাহানুর বেগম, সাবেক
কাউন্সিলর হাজী মোঃ আসলাম, আঃলীগ নেতা সেলিম আফজাল, হাজী আক্কাস সওদাগর, এ ইউনিটি আঃলীগ ভারপ্রাপ্ত
সভাপতি জাবের হোসেন, বি.ইউনিটি আঃলীগ সভাপতি মোঃইলিয়াছ,সাধারণ  সম্পাদক মোঃ হারুন, সি.ইউনিটি আঃলীগ সভাপতি
হাজী আব্দুর রউফ,সাধারণ  সম্পাদক ডাঃআনোয়ার হোসেন, কাউন্সিলর পরিষদের সদস্য লোকমান হাকিম,হাজী ফরিদুল
আলম,মোতাহের হোসেন,হাজী শাহাবুদ্দিন,৩৯নং ওয়ার্ড যুবলীগ সাঃসম্পাদক মোঃসেলিম রেজা,যু গ্ন সম্পাদক মোঃ জামাল
উদ্দিন, এম.এ হাছান, ছাত্রলীগের জাহেদ হোসেন খোকন (ভিপি খোকন),দীপু, নয়ন, বুলু, মহিলা আঃলীগের শারমিন
সুলতানা, কামরুন্নাহার বেবী, নাছিমা আক্তার, রুমানা আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দরা শোক প্রকাশ
করেছেন। সকলেই তারঁ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে পারিবারিক স্থানে ২৯এপ্রিল বুধবার দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন করে বিশেষ
মুনজাত করেন সিমেন্ট ক্রসিং জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম ।

চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির শোক

৩৯নং ওয়ার্ড আঃলীগ সাঃসম্পাদক ও চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা হাজী মোঃ শফিউল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি-খান মোঃ সাইফুল,অর্থ সম্পাদক আনোয়ার হোসেন রাসেল, সহ-সাঃসম্পাদক মোঃনাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক-মোঃএমরান হোসেন শোক জ্ঞাপন জানিয়েছেন।
২৯এপ্রিল বুধবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা শেষে দাফনে সম্পন্ন করে বিশেষ মুনজাত করেন সিমেন্ট ক্রসিং জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম খান। এ ছাড়া মমতা প্রাথমিক স্কুল, দারুল হিকমাহ মাদ্রাসা, মানবাধিকার কমিশন ইপিজেড থানা, হালিশহর একাদশ ক্লাব,আলোর পথে পত্রিকা কমিটি, ৩৯নং ওয়ার্ড বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, মমতা লোকাল কমিটির হাজী নাছির উদ্দিন,ইলিয়াছ, ডাঃ মামুন
হোসেন বাবলা প্রমুখ।সকলেই তারঁ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply