২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:৫২/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ

আটঘরিয়ায় সবজির বাম্পার ফলন, নেই শুধু ক্রেতা

     

আলাউদ্দিন হোসেন,পাবনা
পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকার সবজির চাষ করছেন কৃষকেরা।
প্রতিবছরের ন্যায় এবারও সবজির বাম্পার ফলন হয়েছে,  নেই শুধু  ক্রেতা।
আশে-পাশের অঞ্চল থেকে আটঘরিয়া উপজেলা গ্রীষ্মকালীন সবজি চাষে অনেক এগিয়ে থাকায় এবার সবজির বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে ছেয়ে আছে সবজি আর সবজি দিয়ে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেলো, প্রতি বছরের তুলনায় এবার সবজির দাম অনেক কম,তবুও নেই ক্রেতা।
পাইকার , খুচরা ব্যবসায়ীরা কোথায় দেখা যাচ্ছে না, ক্রেতার অভাবে জমিতেই পেকে পড়ে আছে তরমুজ,বাঙ্গি, কদু লাউ ইত্যাদি।
কৃষকেরা বলছেন, অনেক ভালো সবজি চাষ করেও জমিতেই পঁচাতে হচ্ছে সবজি। ক্রেতার অভাবে কোথাও বিক্রি করতে না পারায় সবজি চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন।
খরচ করা টাকা জমানোও অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। ক্রেতা পেলেও অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে।
শেয়ার করুনঃ

Leave a Reply