২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:০০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:০০ পূর্বাহ্ণ

ঝড় বৃষ্টি রোধ ও রমজানেও আওয়ামী লীগ নেতা রশিদের রোগী পরিবহণ সেবা চলছেই

     

প্রচণ্ড ঝড়,বৃষ্টি , রোধ ও রমজানেও এমএ রশিদের রোগী পরিবহণ সেবা চলছেই।সাথে অসহায় মানুষকে নানানভাবে গোপনে ও প্রকাশ্যে সহযোগিতা।রমজানের শুরুতে সাধ্যমত ইফতার বিতরণ ।এর আগে ত্রাণ , রোগ সংক্রমণ প্রতিরোধ সরঞ্জামাদি যথা পিপিই ও মাক্স বিতরণেও সবার আগে দূর্ভোগে ঝাপিয়ে পড়েন আনোয়ারা থানা আওয়ামী লীগ নেতা এমএ রশিদ।এসব কারণে তিনি বারশত ও বৈরাগ ইউনিয়নে সাধারণ মানুষের প্রিয়মুখে পরিণত হন।কারও কাছে প্রশংসার আবার কারো কাছে সমালোচনারও পাত্র তিনি । এসব ভাবার সময় নেই রশিদের ।তিনি শুধু রোগী সেবা দিতে পারলেই তৃপ্পির ঢেকুর গিলেন এমন মনে হচ্ছে দিনকে দিন।

রমজানের রোজা রেখেও আজ ভুলেনি পরিবহন সেবা দিতে ।আজো এম এ রশীদ দুই নম্বর বারশত ইউনিয়নের পারকি গ্রামের উজির আলি সদাগরের বাড়ি থেকে জামালখানে রোগীকে নিয়ে যাওয়া হয় আবার চিকিৎসা শেষে  বাড়িতে পৌঁছে দেওয়া হয়।গতকাল ১ম রজমানে একইভাবে তারঁ দিন কেঠেছে।দুই নাম্বার বারশত ইউনিয়নের গুন্দীপ পাড়ার আস্কর আলী মাজির বাড়ির কাশেমের স্ত্রী ডেলিভারি রোগী পরিবহন সেবা পান।

খবর নিয়ে জানা গেছে, উপরোক্ত রোগী ছাড়াও তিনি ইতিপূর্বে আরো ১১১জন রোগীকে পরিবহন সুবিধা দেন।অনেক রোগী যাতায়াত অর্থাৎ যাওয়া  ও আসা আবার অনেকে যাওয়া কিংবা আসা একটি সুবিধা পান।এই রোগীগুলোর কাছে এমএ রশিদ এখন পরিচিত একজনে পরিণত হয়েছেন।মাঝে মাঝে নিজ গাড়ী ছাড়াও ভাড়া গাড়ীতেও এমএ রশিদকে রোগী সেবা দিতে হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply