২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:০৫ পূর্বাহ্ণ

শার্শায় আরো ২জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

     

বেনাপোল প্রতিনিধি 
যশোরের শার্শায় নতুন করে আরো ২জন স্বাস্থ্যকর্মীর করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৬জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এতে করে উপজেলা স্বাস্থ্য বিভাগে চরম আতঙ্ক বিরাজ করছে।
নতুন করে আক্রান্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বাস্থ্যকর্মী ও অপর জন ইপিআই টেকনিশিয়ান বলে জানা গেছে।
আক্রান্ত স্বাস্থ্যকর্মী বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ও টেকনিশিয়ান শার্শার বাসিন্দা।
আক্রান্ত স্বাস্থ্যকর্মী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে সহকারী মেডিকেল অফিসার ইনচার্জ হিসাবে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের করোনা সনাক্তের কাজে নিয়োজিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, গতকাল রাত্রে তাদের নমুনা পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে কোভিড-১৯ পজেটিভ আসে। স্বাস্থ্য কর্মীরা এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে।
ধারণা করা হচ্ছে, ওই স্বাস্থ্য কর্মী সর্ব শেষ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে ও বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে দায়িত্ব রত ছিলেন। সেখান থেকে আক্রান্ত হতে পারেন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply