২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৭:৪৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ইপিজেডে ত্রান সামগ্রী বিতরণ

     

নজরুল ইসলাম চৌধুরী 

 আজ করোনাভাইরাস প্রাদুর্ভব কাটানোর জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে  সিইপিজড ও বন্দরটিলা এলাকায় দূর্যোগ কালীন সময়ে এগিয়ে আসা সরকারি সংস্হাগুলো ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে  সামাজিক দুরত্ব বজয় রেখে সরকারি সংস্থা বাংলাদেশ নৌবাহিনী বিকেলে এম এ আজিজ  সড়কে এবং  নিত্যদিনের ন্যায় কললিস্টের  মাধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির আইসি ঘরে ঘরে ত্রান সামগ্রী বিতরণ করতে দেখা গেছে।   তা ছাড়া ১১ আসনের এমপি লতিফের ব্যানারে একটি  পিকাপ ট্রাকে করে টিসিবি গেইটের সামনে ১০ টাকা মুল্য আতপ চাউল ও টিসিবি’র ন্যায্য মূল্যর পিয়াজ, সোয়াবিন তেল, চনা, মসুরি ডাল, খেজুরসহ  নিত্য প্রয়োজনী ভোগ্য পণ্য বিক্রি করে।
ঘনবসতি পূর্ণ ও শ্রমিক  এলাকা হওয়ায়  পর্যাপ্ত পরিমান ত্রান ও ন্যায্য মূল্যর ভোগ্য পণ্যর সীমাবদ্ধতার কারণে দুস্থ ও  খেটে হাওয়া প্রত্যেককে ত্রান ও ন্যায্য মুল্যর বিক্রি  চাহিদা অনুযায়ী মেটানোর সম্বব হচ্ছেনা বলে জানিয়েছেন সংষ্টিটরা।
শেয়ার করুনঃ

Leave a Reply