১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১৩/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

শার্শার নাভারনে ছাত্রলীগের উদ্যোগে বিনামুল্যে সবজী বিতরণ

     

 

 বেনাপোল প্রতিনিধি 

শার্শার নাভারনে ছাত্রলীগের উদ্যোগে ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। মহামারী করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সারাদেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। টানা ছুটিতে সারাদেশের মত শার্শা উপজেলার
মানুষ ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। ফলে কর্মহীন হয়ে পড়েছে দেশের জনগণ। দূর্যোগ মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও যার যার অবস্হান থেকে সহায়তা করছে। এরই প্রেক্ষিতে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিট নাভারন কলেজ ছাত্রলীগও দিন এনে দিন খাওয়া কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় পাশে আছে। খাদ্য সহায়তার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে সকলকে সচেতন করতেও কাজ করছেন তারা। ছাত্রলীগ কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকবে। এই সব মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিট নাভারন কলেজ ছাত্রলীগের সভাপতি আবু হুরায়রা জয়। তার একান্ত প্রচেষ্টায় আজ বুধবার সকালে ছাত্রলীগের উদ্যোগে ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে
বিনামূল্যে সবজি বিতরণ করেন।
নাভারন কাজিরবেড়, কাঠশিকরা, রেল বাজার, বৃত্তি বারিপোতা ও ইসলামপুর গ্রামের ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে ১টা লাউ, ১কেজি বেগুন, কাঁচা মরিচ, পুইশাক, মিষ্টি কুমড়া ও ৪পিচ করে ডিম বিনামূল্যে সবজি বিতরণ করেন। এ সময় উপস্হিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক সেলিম রেজা ও ওসমান গনিসহ ছাত্রলীগের নেতৃবৃৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply