২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৪১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ

পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১রোগীর মৃত্যু এলাকায় উত্তেজনা

     

আলহাজ্ব বুলবুল চৌধুরী

নওগাঁর পত্নীতলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার ভোররাতে শাহীন আক্তার (২৬) নামে ১রোগীর মৃত্যু হয়েছে।
করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মৃত শাহীন আক্তার উপজেলার মাটিন্দর ইউপির বাজকোলা গ্রামের মোক্তাদিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শাহীন আক্তার গত ১০তারিখে ঢাকা থেকে গ্রামের
বাড়ি আসে এবং ১১তারিখ শনিবার ভোর রাতে তাকে তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করায় তার পরিবারের লোকজন। সেখানে চিকিৎস্যাধীন অবস্থায় সকাল
আনুমানিক ৭টায় শাহীন আক্তার মারা যায়।
শাহীনের পরিবারের লোকজন গোপনে মৃত দেহ নিয়ে গ্রামের বাড়িতে দাফনের জন্য
গেলে সেখানে গ্রামের লোকজন করোনায় আক্রান্ত হয়ে শাহীনের মৃত্যু হয়েছে
সন্দেহে গ্রামে ঢুকতে বাঁধা দেয়। এ সময় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনাকর
পরিস্থিতি সৃষ্টি হলে তার পরিবারের লোকজন শাহীনের মৃত দেহ নিয়ে দ্রুত তার বাবার
বাড়ি আকবরপুর ইউপির ব্যাদাপুর গ্রামে নিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ
করা হলে মৃত দেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা কিছুই জানেন না বলে
অবহিত করেন।
পরে বিষয়টি অবগত হয়ে মৃত দেহের নমুনা সংগ্রহের জন্য এ্যাম্বুলেন্স যোগে
চিকিৎসক পাঠিয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ
খালিদ সাইফুল্লাহ নিশ্চিত করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply