১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:১৪/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ

একটি মৃত্যুও কাম্য নয়: প্রধানমন্ত্রী

     

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মৃত্যুও আমাদের কাম্য নয়। করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন প্রধানমন্ত্রী তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। এতে করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি প্রাণঘাতী করোনা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরছেন বঙ্গবন্ধুকন্যা।

শেখ হাসিনা বলেন, করোনায় বাংলাদেশে গতকাল পর্যন্ত মোট আটজনের মৃত্যু হয়েছে। একটি মৃত্যুর আমাদের কাম্য নয়।

শেখ হাসিনা বলেন, করোনার কারণে দেশের শিল্প উৎপাদন, রপ্তানি, সেবা খাত ও শেয়ারবাজারে বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে।

করোনায় শিল্পখাতে বিরূপ প্রভাব পড়ছে: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের শিল্প উৎপাদন, রপ্তানি, সেবা খাত ও শেয়ারবাজারে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার করোনা পরিস্থিতি নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply