২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:২৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:২৬ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‌্যাব

     

সুনামগঞ্জ থেকে আল-হেলাল
নিজ হাতে খাদ্য সামগ্রীর ব্যাগ নিয়ে রাতের আঁধারে প্রাণঘাতি করোনার
প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ, দিনমজুরদের বাড়িতে বাড়িতে গিয়ে
খাদ্য সামগ্রী বিতরণ করলেন র‌্যাব ৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর অধিনায়ক লে:
কমান্ডার ফয়সল আহমদ। বুধবার (১ এপ্রিল) রাতে র‌্যাব ৯ সুনামগঞ্জের উদ্যোগে
সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়ার লম্বা
হাটি,বড়পাড়া,কালীবাড়ি,বনানীপাড়া,মোহাম্মদপুর,মল্লিকপুর সহ বিভিন্ন
স্থানে অসহায় মানুষকে খুজে খুজে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য
সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু,আধা লিটার
তেল,আধা কেজি লবণ,পিয়াজ কেজি ও লাইবয় সাবান ১টি।
র‌্যাব ৯ সুনামগঞ্জের লে: কমান্ডার ফয়সল আহমদ জানান, করোনা বিস্তার প্রতিরোধের
জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ যাতে বাসা
থেকে বাহির না হয় সেই জন্য প্রথম দিন থেকে আমরা র‌্যাবের বিশেষ টহলের ব্যবস্থা
করেছি এবং মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছি।
তিনি আরো বলেন,যারা দিনমজুর তাদের তালিকা আমরা তৈরী করেছি এবং বাড়ি
বাড়ি গিয়ে আমরা তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আমি মনে করি
এই দুসময়ে আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাড়ানো।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply