২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

     

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা ১ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে জানান তিনি।

সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) পরিচালক মো. আবুল হাসান বলেন, ‌‌‘হাঁপানি ও ডায়াবেটিসে আক্রান্ত এক রোগীকে সকালে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাত ৯টার দিকে হঠাৎ তার মৃত্যু হয়। এই রোগী আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি ছিলেন। সেখান থেকে সকালে আমাদের কাছে রেফার করা হয়। নিয়ম অনুযায়ী তার সব পরীক্ষা করানো হয়েছিল এবং ভালোই ছিলেন।’

বিআইটিআইডির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ বলেন, ‘সকালে মৃত রোগীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে।’

প্রসঙ্গত, গত চব্বিশ ঘণ্টায় ৬টি নমুনা পরীক্ষা করা হয় বিআইটিআইডিতে। এখন পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply