২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:০৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ

কারাগার থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া

     

দুই বছর ১ মাস ১৭ দিন  কারাভোগের পর মুক্তি পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপি’র চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার একথা নিশ্চিত করে বলেন, বেলা তিনটা পাঁচ মিনিটের দিকে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি দেয়ার পর পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব তাকে গ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ছয় মাসের জন্য তাঁর সাজা স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুক্তি দেয়ার পর থেকে এই ছয় মাস গণনা শুরু হবে।

প্রসংগত  তাকেঁ ২ শর্তে  মুক্তি দেয় সরকার । শর্ত হলো  ১.  নিজ ঘরে থাকতে হবে ও ২. বিদেশ যেতে পারবেন না।

শেয়ার করুনঃ

Leave a Reply