২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৫২/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন মুজিববর্ষের শুরুতে বাঙালির মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন

     

বাঙালির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব কুমার চৌধুরী, দপ্তর সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত, সাংস্কৃতিক সম্পাদক বিচিত্রা চৌধুরী, মহিলা সম্পাদিকা মনিকা সেন, মহানগরী শাখার সভাপতি নুরুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, শিক্ষক নেত্রী ভানু রানী দে, অজিত ধর, মুক্তিযোদ্ধার সন্তান সন্তোষ দাশ, পলাশ দত্ত প্রমুখ। বিকাল ৩টায় আন্দরকিল্লা শিক্ষক ভবনের কার্যালয়ে সংগঠনের সভাপতি সৈয়দ লকিতুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধু বাঙালী জাতির আদর্শ ও চেতনা। খোকা থেকে শেখ মুজিব এবং মুজিব থেকে বঙ্গবন্ধু এই ইতিহাস আগামী প্রজন্মকে জানতে হবে এবং তার জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি পাঠ করা খুব জরুরী। শিক্ষক নেতৃবৃন্দ সকল শিক্ষার্থীকে এই বইটি পাঠ করার জন্য অনুরোধ করেন। আগামীতে সোনার বাংলা বিনির্মাণে ছাত্র-শিক্ষক-অভিভাবক সকলে মিলে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply