২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৩৭/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ

করোনা ভাইরাস রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আহবান জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল

     

আজ ১৫ মার্চ ২০২০ ইংরেজী রবিবার দুপুর ১২টায় করোনা ভাইরাস সংক্রমণের জন্য
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আহবান জানিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ.
বি. এম আজাদ ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনের নিকট চট্টগ্রাম
মহানগর ছাত্রদল নেতা মেজবাউল নোমান, এডভোকেট এনামুল হক ও সৌরভ প্রিয়
পালের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে মতবিনিময়কালে উল্লেখ করেন, চীন
থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি এখন মহামারি আকার ধারণ করেছে।
বিশ্বের প্রায় ১৪৫ টি দেশে এর সংক্রমণ হয়েছে। এই ভাইরাস আক্রান্ত রোগীর
সংখ্যা প্রায় ২ লক্ষ এবং মৃতের সংখ্যা প্রায় ৭ হাজার। এটা বহির্বিশ্বের
চিত্র হলেও বাংলাদেশে ইতিমধ্যে কোভিড-১৯ বা করোনা ভাইরাস আক্রান্ত রোগী
সনাক্ত করা হয়েছে। বাংলাদেশ একটি জনবহুল এবং ঘনবসতিপূর্ণ দেশ এবং জাতি
হিসেবে আমরা অতটা সচেতন নই। সরকারের পক্ষ থেকে শুধুমাত্র গণজমায়েত এড়িয়ে
চলতে বলা হলেও এখনও পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোন সিদ্ধান্ত
নেয়নি। যার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুবই উদ্বিগ্ন ও ভীত।
ইতিমধ্যে পৃথিবীর অনেক দেশে করোনা সতর্কতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
করা হয়েছে। কিন্তু বাংলাদেশে শিক্ষার্থীদের কথা কেন বিবেচনা করা হচ্ছে না
তা আমাদের বোধগম্য নয়। উরোক্ত বিষয়গুলো বিবেচনা করে মাননীয়
প্রধানমন্ত্রীর দফতর, শিক্ষামন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রণালয়কে অবহিত
করার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট অনুরোধ করা হয়।
ছাত্রদলের নেতৃবৃন্দের কথা শুনার পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে উপরের মহলে অবহিত করবেন বলে আশ্বস্ত
করেন। এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর
ছাত্রদল নেতা এডভোকেট এনামুল হক, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রদল
সভাপতি মো. হানিফ, পলিটেকনিক ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান আকাশ, ৩৪
নং পাথরঘাট ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন নাবিল, মহানগর ছাত্রদল মো.
সায়েমসহ নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply