১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:২৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ

হাটহাজারীতে আল্লামা আজিজুল হক আল-কাদেরী (রহ.)’র ৩দিন ব্যাপী ১ম বার্ষিক ওরশে কাদেরী ১৭ মার্চ থেকে শুরু

     

 

আঞ্জুমানে কাদেরীয়া চিশ্তীয়া আজিজিয়া বাংলাদেশ’র উদ্যোগে শামসুল আরেফিন শায়খুল মাশায়েখ হযরত আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী (রহঃ)’র ৩দিন ব্যাপী ১ম পবিত্র বার্ষিক ওরশে কাদেরী আগামী ১৭-১৯ মার্চ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার হাটহাজারী ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফে সর্বস্তরের মুসলিম মিল্লাতকে উপস্থিত হওয়ার জন্য আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশের চেয়ারম্যান ও হুজুরের বড় শাহাজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ্ মুহাম্মদ মহিউদ্দিন অনুরোধ জানিয়েছেন। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিবসে খতমে কোরআন ফ্রি চিকিৎসা ও রক্ত গ্রুপ নির্নয়। ২য় দিবসে খতমে গাউছিয়া, খতমে খাজেগান, সমপনী দিবসে খতমে বোখারী, বাদে মাগরিব হতে হুজুরের জীবন কর্মের উপর আলোচনা ও মিলাদ মাহফিল। এতে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply