২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫২/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে মোমবাতি প্রতীকের গণসংযোগকালে মেয়রপ্রার্থী এম এ মতিন

     

 

আজ ১৩ মার্চ শুক্রবার ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডে মোমবাতি প্রতীকে গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা এম.এ মতিন। এই তিন ওয়ার্ডের বিভিন্নস্থানে পথসভায় মেয়র প্রার্থী এম.এ. মতিন বলেন, বিগত সিটি নির্বাচনে মেগা সিটির সাইনবোর্ড ঝুলিয়ে জনগণকে ধোঁকা দিয়ে ও ভোটডাকাতি করে সিটির দায়িত্ব নিয়ে নগরবাসীর সাথে প্রতারণা করেছে ক্ষমতাসীনরা। তাই তারা জনগণের নিকট দায়বদ্ধ ছিল না। এখনো হালকা বর্ষা বা জোয়ারের পানিতে তলিয়ে যায় বাকলিয়াসহ নগরীর অধিকাংশ জনপদ। খাল দখল, অনুন্নত ড্রেনেজ, অপরিকল্পিত সরু রাস্তা, প্রয়োজনের তুলনায় স্বল্প শিক্ষা প্রতিষ্ঠান, শিশুদের খেলার মাঠের অভাবসহ অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বাকলিয়ার জনগণ। এখনো ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড খাল খেকোদের দখলে, পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ৩০ ফুট প্রশস্ত তুলাতলি খাল ২০ ফুট ক্ষমতাসীন দখলবাজ সন্ত্রাসীদের দখলে। ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড ভূমিদস্যু, মাদকসেবী ও চাঁদাবাজদের অভয়ারণ্য। পর্যাপ্ত পৌর সেবা না পৌঁছানোর কারণে এখনো এ ওয়ার্ডকে শহুরে গ্রাম বলে বিদ্রæপ করা হয়। অন্যদিকে ঘনবসতিপূর্ণ ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে খাল দখল করে ইমারত নির্মাণ ও যত্রতত্র আবর্জনার স্তুপে অতিষ্ঠ জনসাধারণ। এম এ মতিন বলেন, আমি নির্বাচিত হলে সর্বপ্রথম চাক্তাই ও তুলাতলি খাল সম্পূর্ণ দখলমুক্ত করে উন্নতমানের পানি নিষ্কাশন পদ্ধতির মাধ্যমে জলাবদ্ধতার অভিশাপ থেকে বাকলিয়াকে মুক্ত করব। সড়ক সংষ্কার, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, খেলার মাঠের ব্যবস্থা, ছিন্নমূল শিশুদের জন্য নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠাসহ পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে বাকলিয়া সাজাবো। এম এ মতিন আরো বলেন, পূর্বের ন্যায় দখলবাজ সন্ত্রাসীরা এবারও ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করলে আপনারা প্রতিরোধ গড়বেন, মেগাসিটির সাইনবোর্ড দিয়ে যারা প্রতারণা করেছে তাদের না বলুন। এবারের সিটি নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

পথ সভায় আরো বক্তব্য রাখেন, স.উ.আবদুস সামাদ, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা রেজাউল করিম তালুকদার, সৈয়দ মুহাম্মদ হোসাইন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ নাসির উদ্দীন মাহমুদ, মুহাম্মদ শফিউল আলম, সোহাইল উদ্দিন আনছারী, মুহাম্মদ আব্দুল করিম সেলিম, মাওলানা মোজাম্মেল হক হাশেমী, মুহাম্মদ আব্দুল মাবুদ, মুহাম্মদ আহমদ রেজা রুকু পাঠান, কাজী মুহাম্মদ আমিন উল্লাহ, মুহাম্মদ বদরুল হুদা তারেক, মুহাম্মদ আমীর হোসেন লিটু, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ আব্দুল মতিন, মুহাম্মদ মাসুম রেজা, মুহাম্মদ গোলাম মোস্তফা, এইচ এম এরশাদুল করিম, মুহাম্মদ শাহাদাত হোসেন, আবু সায়েম মুহাম্মদ কায়ুম, মুহাম্মদ বেলাল রেজা, হাফেজ মুহাম্মদ আমিনুল ইসলাম, মুহাম্মদ জহিরুল আলম সাদ্দাম, মুহাম্মদ খালেদ বীন জাহাঙ্গীর, মুহাম্মদ আমির হাছান কদর শাহ, মুহাম্মদ আব্দুল মোমেন, মুহাম্মদ নূর, মুহাম্মদ আশফাক হোসেন, মুহাম্মদ শফিক, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ ইমরানুল হক, রাসেল ইসলাম আনিক, মুহাম্মদ সাব্বির আহমদ, মুহাম্মদ জহুরুল আলম, মুহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply