২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:০৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ

সিটিজেনস্ জার্নালিজম সেবা চালু করা হবে – এম এ মতিন

     

 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা এম.এ মতিন বলেন, নির্বাচিত হলে ইংল্যান্ডের নাগরিক সেবার আদলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সিটিজেনস্ জার্নালিজম সেবা চালু করা হবে। এই সেবা চালু হলে যে কোন নাগরিক তাৎক্ষণিকভাবে অভিযোগ যেমন করতে পারবে, তেমনি নাগরিক সেবাও অতি দ্রুত পৌঁছানোও সম্ভব হবে। তিনি আরো বলেন, শিক্ষা, চিকিৎসাসহ নাগরিক সেবা অত্যাধুনিক বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে জলাবদ্ধতা, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আইডিয়াল সিটি গঠন করা হবে। এম.এ মতিন বলেন, বর্তমানে অনেকে সিঙ্গাপুর-মালেশিয়ারমত ম্যাগাসিটির উচ্চ বিলাসী পরিকল্পনার কথা বলতেছে। আমার চিন্তা-ভাবনা নিম্ন মধ্য বিত্ত, মধ্যবিত্ত ও নগরীর দুঃখী মানুষের জীবনমান উন্নয়ন। তিনি নগরের উন্নয়নের স্বার্থে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীকে আহবান জানান।

আজ ১১ মার্চ হযরত মঈনুদ্দীন শাহ (রহ:) এর মাজার জিয়ারতের মাধ্যমে উত্তর কাট্টলি, কর্ণেল হাট, নাজির পাড়া, মুন্সি পাড়া, বিশ্বাস পাড়া, মোস্তাফা হাকিম কলেজ গেইট, কর্ণেল হাট, সিডিএ আবাসিক এবং ফিরিস্তি কলোনীসহ ৯ ও ১০ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে মাওলানা এম এ মতিন এলাকাবাসীর উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক স.উ.ম আবদুস সামাদ, আহলে সুন্নাত নেতা মাওলানা মুহাম্মদ আবদুন নবী, মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদী, মাওলানা মুহাম্মদ আশরফ হোছাইন, মুহাম্মদ ওবাইদুল মোস্তাফা কদমরসুলী, ক.ম নজরুল হুদা, মাওলানা আবু তাহের নিজামী, আব্দুল করিম সেলিম, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, কে এম নুরুদ্দীন চৌধুরী, নুর মোহাম্মদ সওদাগর, মো: হারুন, মো: মফিজ, রিয়াজ হোছাইন, মোঃ নাসির উদ্দিন রুবেল, নুর রায়হান চৌধুরী, মো: আরমান, ইব্রাহীম ফারুকী সুমন, মহিউদ্দীন সেকান্দর, জাকরিয়া প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply