২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৫৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

     

 

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ আজো প্রেরণার উৎস। মুক্তিযুদ্ধের চূড়ান্ত নির্দেশনা ছিলো ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে। এ ভাষণ ছিলো বাঙালী জাতির ঐক্যের মূলমন্ত্র ও মুক্তির সনদ। শনিবার (৭ মার্চ) বিকালে নগরীর  আন্দরকিল্লাস্থ শিক্ষক ভবন মিলনায়তনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন শিক্ষাবিদ সৈয়দ লকিতুল্লাহ’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাশিস কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রনজিৎ কুমার নাথ, আঞ্চলিক শাখার নেতৃবৃন্দের মধ্যে গোলামুর রহমান, আব্দুর রশিদ, অঞ্চল চৌধুরী, মো: আলতাছ মিয়া, সঞ্জীব কুসুম চৌধুরী, কৃষ্ণ শেকর দত্ত, জেলা নেতৃবৃন্দের মধ্যে আবুল কালাম, নুরুল হক সিদ্দিকী, মো: ওসমান গণি, প্রদীপ কানুনগো, তাপস চক্রবর্তী প্রমুখ। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মহাজন। সভার প্রারম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু বাঙালী জাতির জন্য নয়, বিশ্বমানবতার জন্য মহামূল্যবান দলিল। মহান মুক্তিযুদ্ধের অসম্প্রদায়িক চেতনায় উজ্জ্বীবিত হয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply