২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৪:১৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:১৯ পূর্বাহ্ণ

মাওলানা নজিব উদ্দিন মোল্লার ইন্তেকাল

     

 

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের যুগ্ন-সাংগঠনিক সচিব, ফয়েজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, ইসলামী ফ্রন্ট ব্র‏াহ্মণবাড়িয়া জেলার তথ্য ও প্রযুক্তি সম্পাদক দেশবরেণ্য আলোচিত বক্তা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী’র পিতা ব্রাহ্মণবাড়ীয়া চাপুইর ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ক্বারী নজিব উদ্দিন মোল্লা (৭৩) গত ৫ মার্চ, ভোর ৪:৪৫ ঘটিকার সময় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে নাতী নাতনীসহ অংসখ্য গুনগ্রাহি রেখেগেছেন। মরহুমের নামাজের জানাযা ঐদিন বেলা ২-৩০ মিনিটের সময় চাপুইর ইসলামীয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজের জানাযায় আলেম সমাজ সহ সর্বস্তরে হাজার হাজার মানুষের ঢল নামে। প্রবীণ আলেম ক্বারী নজিব উদ্দিন মোল্লা’র মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, মহা সচিব আল্লামা সৈয়দ মছিহুদৌল্লাহ, নিবাহী মহা-সচিব মুফতি আবুল কাশেম ফজলুল হক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ. মান্নান, মহা সচিব আল্লামা এম.এ.মতিন, সুন্নী জগত নিবাহী সম্পাদক আলমগীর বঈদী, যুবসেনা কেন্দ্রীয় সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু আজম, ছাত্রসেনার সভাপতি জি.এম.শাহাদাত হোসেন মানিক, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন তুষার, শেখ মুহাম্মদ আশরাফ আলী নক্শবন্দী, কাজী গোলাম মহিউদ্দীন লতিফি আল কাদেরী, মুফতি এহসানুল হক মুজাদ্দেদী, মুফতি গোলাম কিবরিয়া আল কাদেরী গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বলেন মাওলানা ক্বারী নজিব উদ্দিন মোল্লা’র মৃত্যুতে তার পরিবার হারাল একজন অন্যতম অবিভাবককে যা কোনদিন ও পূর্ণ হবার নয়। তিনি আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর এক অকুতোভয় সৈনিক ছিলেন সুন্নী আক্বিদা ভিত্তিক আলেম তৈরির লক্ষে তিনি আমিত্ব শিক্ষকতার মাধ্যামে ভূমিকা রেখেছেন তাঁর দ্বীনি খেদমতের অবদান চির স্বরনীয় হয়ে থাকবে তিনি আহলে সুন্নাত ওয়াল জামা’আতের একজন একনিষ্ঠ ব্যক্তিত্ব প্রবীণ আলেমেদ্বীন ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply