২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:০১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:০১ পূর্বাহ্ণ

আজ আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের ৭ম মৃত্যুবার্ষিকী

     

 

নওগাঁ প্রতিনিধি

মহান মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের আজ শুক্রবার ৭ম মৃত্যু বার্ষিকী । নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, এ উপলক্ষে আজ শুক্রবার মরহুমের গ্রামের বাড়ি চকপ্রাণে কোরানখানি, মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, এ উপলক্ষে শহরের ঠিকানা কমিনিউটি সেন্টারে বাদ যোহর খাবারের আয়োজন করা হয়েছে। আব্দুল জলিল আধুনিক নওগাঁর রূপকার। জেলার সকল উপজেলাতেই তার হাতের স্পর্শে অনেক উন্নতি সাধিত হয়েছে। জাতীয় পর্যায়ে তিনি অনেক গুরু দায়িত্ব পালন করেন। আব্দুল জলিল স্বৈরাচারীদের বহু প্রলোভন, জুলুম, ভয়ভীতি উপেক্ষা করে শির উঁচু করে দাঁড়িয়ে ছিলেন। কখনও নীতিভ্রষ্ট হননি, আদর্শচ্যুত হননি কিংবা অন্যায়ের কাছে মাথা নত করেননি। নওগাঁবাসীর কল্যাণ ও উন্নয়নে তিনি সদা-সর্বদাই স্বচেষ্ট ছিলেন। তিনি ছিলেন নওগাঁর গণমানুষের নেতা কিন্তু আজ তিনি নেই। আছে তার স্মৃতি ও আদর্শ। তার স্বপ্নের নওগাঁ আছে এবং থাকবে। মহান এ নেতার নওগাঁকে নিয়ে যেসব স্বপ্ন অপূরণীয় ছিল, আগামীতে তার পুত্র ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি তা পূরণ করবেন বলে নওগাঁবাসীকে আশ্বস্ত করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply