১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৪৯/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ দিল্লিতে মুসলিম নিপীড়ন-হত্যা থামাতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে

     

ভারতের হিন্দুত্ববাদী সরকার কর্তৃক শান্তিপ্রিয় মুসলমানদের হত্যা ও মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান মসজিদ ও মাজার পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আজ ২৯ ফেব্রুয়ারি শনিবার বিকেলে প্রেসক্লাব সম্মুখে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরীর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মো. দস্তগীর আলম এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা জামেউল আখতার আশরাফী। মনববন্ধনে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা লিয়াকত আলী, মাওলানা ইসমাইল নোমানী, গোলাম রহমান আশরফ শাহ্, নির্বাহী সদস্য ইয়াসিন হায়দারী, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী শাকের, মহানগর সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আমেরী, সহ-সভাপতি মাওলানা গোলাম মোস্তফা নুরন্নবী, মাওলানা সোহাইল আনাসরী, আবুল কাশেম তাহেরী, ইকবাল হোসেন আল কাদেরী, জামাল উদ্দিন আল আজহারী, খুলশী থানার সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, আবরশাহ্ থানার আবু তাহের নিজামী, সবুজ বাংলা হজ কাফেলার চেয়ারম্যান আবুল মালেক, ইসলামী ফ্রন্টের ওবাইদুল মোস্তফা কদমরসুলী, উত্তরের সহ-সভাপতি আবদুল খালেক, বায়েজিদ থানার যুগ্ম সম্পাক মাওলানা তাহের প্রমুখ।
বক্তারা অবিলম্বে ভারতে মুসলমানদের হত্যা, নির্যাতন সহ মাজার মসজিদ পুড়ানো বন্ধ সহ মুসলমানদের জান মালের নিরাপত্তা জন্য জাতিসংঘ ও বিশ্ব মানবাধিকার সংস্থার প্রতি উদাত্ত আহবান জানান। মানববন্ধন শেষে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply