২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা আয়োজিত কেমন জনপ্রতিনিধি চাই? শীর্ষক আলোচনা সভা

     

 

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (ইঐজঈখ) চট্টগ্রাম জেলা আয়োজিত সিটি কর্পোরেশন নির্বাচন -২০২০ উপলক্ষে ‘কেমন জনপ্রতিনিধি চাই?’ শীর্ষক আলোচনা সভা গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ সন্ধ্যা ৬ টায় নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল এর সভাপতিত্বে ও সেলিম আক্তার পিয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শফর আলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও নারী নেত্রী রেহানা বেগম রানু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামাল আহমেদ, মোহাম্মদ এনামুল হক – এডভোকেট বাংলাদেশ সুপ্রিমকোর্ট। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমাদের দেশে নির্বাচন হচ্ছে একটি উৎসব। একটা সময় ছিল নির্বাচন চলাকালীন সময় পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। নির্বাচন এলে সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় ছুটে যেতেন। তিনি আরো বলেন- সৎ, শিক্ষিত, চরিত্রবান, আদর্শবাদী ও সমাজ সেবার মানসিকতা সম্পন্ন যোগ্য মানুষ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হোক। বস্তুত যারা সুখে দু:খে জনগণের পাশে থাকবে, কেবল তারাই জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে। সব দলের উচিৎ প্রার্থী বাছাই কালে তাদের সততা, দক্ষতা ও জনগণকে মূল্যায়নের সক্ষমতা বিবেচনায় আনা। সৎ ও আদর্শবান রাজনৈতিক নেতাকে নির্বাচনে প্রার্থী করা হলে জনগণনের প্রকৃত ক্ষমতায়ন হবে। যার দরজা শুধু দলীয় নেতা-কর্মীদের জন্য নয় বরং সাধারণ মানুষদের জন্যও খোলা থাকবে। যিনি রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী হবেন। আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা, ডবলমুরিং থানা, পটিয়া উপজেলা, পাঁচলাইশ থানা, বায়েজিদ থানা, সাংস্কৃতিক কর্মী, ছাত্র, দিনমজুর ও পেশাজীবিরা অংশগ্রহন করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply