১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ

‘পাহাড়ি-বাঙালি’র সম-মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

     

 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষের সম-মর্যাদা প্রতিষ্ঠাই মহান মুক্তিযুদ্ধের চেতনা। সেই লক্ষেই কাজ করছে সরকার। উনিশ’শ একাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিকশিত জাতি রাষ্ট্রের প্রতিটি সংগ্রামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মনোবাসনাই হলো জাতির মুক্তি এবং সমৃদ্ধি। সেই সমৃদ্ধি অর্জনের জন্যই সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা জরুরী। জাতির পিতার আদর্শিক পথ ধরে বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা সেই কর্মতৎপরতাই অব্যাহত রেখেছেন।

আজ শনিবার দুপুরে মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত রাখব মানবাধিকার প্রতিপাদ্যে, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি’র বিশিষ্ঠ আইনজীবি ও বিএইচআরসি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি এডভোকেট মহিউদ্দিন কবির বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, বিইএচআরসি’র জাতীয় নির্বাহী কমিটি’র মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফয়জুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম প্রমুখ।

এর আগে সকালে টাউন হল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হলে গিয়ে সম্মেলনে যোগ দেয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply