১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামে দু’লেখক ছিনতাইকারীর কবলে

     

সাংবাদিক, কবি হাফিজ রশিদ খান ও  গবেষক জামশেদ উদ্দীন ছিনতাইকারীদের কবলে পড়েন।গতকাল সোমবার দিবাগত রাতে জামালখান ডা. এম এ হাসেম খান চত্বরে দু’লেখ মোবাইলসহ নগদ টাকা খোয়ান।জানা গেছে, ওই দুই লেখক ডা. এম এ হাসেম খান চত্বরের যাত্রী ছাউনিতে বসে প্রকাশনা সংক্রান্ত আলাপ চারিতা করছিলেন। এ সময় তাঁরা উত্তর পাশে সেন্ট মেরীস্ স্কুল গেট সংলগ্ন ফুটপাতে টি-স্টল থেকে পান-সিগারেটও কিনেন। তখন অভিনব কায়দায় ছিনতাইকারীরা সাংবাদিক ও গবেষক জামশেদ উদ্দীনের মূলবান মোবাইল ফোনটি হাতিয়ে নেয়।

কিছুক্ষণ পর তাঁরা ঘটনাটি আঁচ করতে পারলেও ছিনতাইকারীরা গাঁ-ঢাকা দেয়। তবে দু’দিন ধরে মোবাইল সেটটি সচল ছিল, কিন্তু কেউ রিসিভ করেননি।

মুক্তিযুদ্ধের গবেষক জামশেদ উদ্দীন জানান, স্যামসাং গ্যালাক্সি এ-২০ (এন্ড্রয়েট) সেটটি তাঁর আমেরিকা প্রবাসী ভাগিনা উপহার স্বরূপ দিয়েছিলেন। সেটটিতে মূল্যবান ডকুমেন্টসহ মুক্তিযুদ্ধের গবেষণা বিষয়ক বিভিন্ন তথ্য, ছবি এবং প্রয়োজনীয় মোবাইল নাম্বার রয়েছে। সম্ভবত টি-স্টলটিতে ছিনতাইকারীরা পূর্ব থেকে ওৎপেতে ছিলো বলে তিনি জানান।

এই ঘটনায় চট্টগ্রাম কতোয়ালি থানার একটি সাধারণ ডায়ারি (জিডি নং- ৯৬২) করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply