২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:১৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ

আলীকদমে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

dav

     

আলীকদম(বান্দরবান) নিজস্ব সংবাদদাতা

জেনে,বুঝে বিদেশ যাই-অর্থ,সম্মান দুটোই পাই, এই প্রতিপাদ্য নিয়ে, বান্দরবানের আলীকদম উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্বাবধানে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(১০ফের্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নির্বাহী অফিসার সায়েদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার ইস্কান্দার নুরী বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এ সময় বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আসমা আক্তার মাল্ডিমিডিয়ার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সার্বিক দিক তুলে ধরেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply