২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:৫৪ পূর্বাহ্ণ

সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ আপাদমস্তক একজন সজ্জন রাজনীতিবীদ ও সমাজ সেবক -ড. অনুপম সেন

     

ইয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষের সংবর্ধনা অনুষ্ঠান গত ১ ফেব্রুয়ারি বিকাল ৫টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিপা চৌধুরীর সভাপতিত্বে জে.এ.এম সেন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খোরশেদ আলম দোভাষ, এম.এ হালিম, আব্দুল হালিম দোভাষ, হাফিজ উদ্দিন আনসারী, বেলাল উদ্দিন চৌধুরী, সাবিত্রী সুদা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মাবুদ দোভাষ, সাবিনা কাইয়ুম। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহেদা পারভীনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষিকা বন্ধনা দেব। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার মজুমদার, যুগ্ম সম্পাদক আব্দুল হাই, সম্পাদক মন্ডলীর সদস্য এমরান কাদের, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চট্টগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন বিশ্বস্ত, নিষ্ঠা ও কর্মদক্ষ ব্যক্তি হিসেবে আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এবং দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে জনমানুষের বিশ্বস্ত নেতা হিসেবে জহিরুল আলম দোভাষের নাম চট্টলবাসীর হৃদয়ে জাগ্রত আছে। তিনি বলেন চট্টগ্রাম বন্দর হচ্ছে পৃথিবীর অন্যতম একটি শেষ্ঠ বন্দর। চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের ৮০/৮৫ শতাংশ আমদানি-রফতনি হয়ে থাকে। তিনি চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃদয় বলে আখ্যায়িত করেন। তিনি বলেন চট্টগ্রামকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। কেননা শিক্ষাই পারে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশকে কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে নিতে। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষের নেতৃত্বে চট্টগ্রামকে একটি উন্নত ও সমৃদ্ধ এবং সুশিক্ষিত নগরী গড়ে তুলতে ভূমিকা রেখে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অভূত পূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিজ নিজ দায়িত্ব পালনে ভূমিকা রাখার আহ্বান জানান। সংবর্ধিত অতিথি আলহাজ্ব জহিরুল আলম দোভাষ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে যে দায়িত্ব অর্পণ করেছেন চট্টগ্রামবাসীর সম্মান এবং চট্টগ্রামকে উন্নত এবং শান্তিপ্রিয় নগরী হিসেবে গড়ে তুলতে আপ্রাণ ভূমিকা রেখে যাব। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা সব সময় চট্টগ্রাম মানুষের উন্নয়নে কাজ করতে ভালোবাসি। সভায় সংবর্ধিত অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব এম.জহিরুল আলম দোভাষকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন বিদ্যালয় পরিচালনা কমিটি জে.এ.এম সেন স্কুল কলেজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply