১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩৩/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

     

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল নাছির (২৮) নামে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।আজ  শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

নিহত মাদক ব্যবসায়ী কক্সবাজারের বালুখালির রোহিঙ্গা শরণার্থী শিবিরের ব্লক-৮ এর ইস্ট বি-২৬ এ থাকতেন। তার বাবার নাম মো. জাকের, মাতা শরিফা বেগম।র‌্যাব-১৫ সিপিসি-২ এর এএসপি মো. শাহ আলম বলেন, বৃহস্পতিবার রাত সোয়া একটায় মনতলিয়া পুরানপাড়া মেরিন ড্রাইভ রোডে চেকপোস্ট বসালে চার থেকে পাঁচজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের সাথে র‍্যাব-১৫ এর টহল দলের সাথে গুলি বিনিময় হয়।

এতে মোঃ আব্দুল নাছির (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিতে আহত হন এবং চার-পাঁচজন গুলি করতে করতে পালিয়ে যায়। এসময় র‌্যাবের টহল টিমের তিনজন সদস্য আহত হন।

আহত নাছিরকে টেকনাফ সরকারি হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মো. শাহ আলম আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৬৭ হাজার ইয়াবা, দুটি ওয়ান শুটার গান, পাঁচটি তাজা কার্তুজ, দুটি খালি খোসা ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply