২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে নির্বাচনে মোহাম্মদ আলী সভাপতি ম.শামসুল ইসলাম সাধারণ সম্পাদক সব’চে বেশী ভোটে যুগ্ন সম্পাদক হলেন সবুর শুভ

     

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে মোহাম্মদ আলী সভাপতি এবং ম. শামসুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।৩০ জানুয়ারী বৃহস্পতিবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিইউজ’র দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট সম্পন্ন হয়।এবার নির্বাচনে নির্বাহী পরিষদের ৯টি পদের জন্য প্রতিদ্বন্ধি ছিলেন ২৭জন।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি-২০২০ এর চেয়ারম্যান জসীম চৌধুরী সবুজ ফলাফল ঘোষনা করেন। কমিটির অপর সদস্যরা হলেন  মোহাম্মদ নিযাম উদ্দিন, মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ মামুনুর রশীদ।

সভাপতি পদে দৈনিক পূর্বকোণের মোহাম্মদ আলী ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। ১২৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক অবজারভারের মোস্তাক আহমদ। একই পদে অন্য দুই প্রার্থী ছিলেন একাত্তর টিভির মাঈনুদ্দীন দুলাল (৭০ ভোট) এবং সদ্য সাবেক সভাপতি দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের নাজিমুদ্দীন শ্যামল (৪০ ভোট) পান।

সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক পূর্বদেশের রতন কান্তি দেবাশীষ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১২৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন অলোকময় তলাপাত্র।

সহ-সভাপতি পদে গাজী টিভির অনিন্দ্য টিটো ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ১৩৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন পূর্বকোণের আবসার মাহফুজ। এই পদে তৃতীয় অবস্থানে ছিলেন সি প্লাস টিভির আলমগীর অপু (৫৯ ভোট)।

সাধারণ সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তর পত্রিকার ম. শামসুল ইসলাম। ১৫১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সদ্য সাবেক সম্পাদক একুশে টিভির হাসান ফেরদৌস।

যুগ্ম সম্পাদক পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন আজাদীর সবুর শুভ। অর্থ সম্পাদক পদে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন আজাদীর কাশেম শাহ। সাংগঠনিক সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হন পূর্বকোণের এসএম ইফতেখারুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন ইন্ডিপেন্ডেন্ট টিভির ইফতেখার ফয়সাল। নির্বাহী সদস্য পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনএর মো. মহররম হোসাইন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply