২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:১৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:১৫ পূর্বাহ্ণ

ছাত্রসেনা বক্সিরহাট ওয়ার্ড শাখার উদ্যোগে ছাত্রসেনার ৪ দশক পূর্তিতে হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

     

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড শাখার উদ্যোগে সংগঠনের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪ দশক পূর্তিতে হামদ্ নাত, ক্বেরাত প্রতিযোগিতা আজ ২৯ জানুয়ারি বুধবার বিকাল ৩ ঘটিকায় সংগঠনের সভাপতি মুহাম্মদ আমির হোসেন সোহেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হামদ্ নাত, ক্বেরাত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বক্সির হাট শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ নুরুল আবসার।

উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আমির হোসেন জামে মসজিদ ইউনিট শাখার সভাপতি মোঃ ইউসুফ। প্রধান প্রশিক্ষক ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানার সভাপতি (ভারপ্রাপ্ত) হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ মহিউদ্দিন ইকবাল। প্রশিক্ষক ছিলেন মুহাম্মদ বেলাল রেজা হাফেজ রাশেদুল ইসলাম। প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ মিরাত হোসেন ও মুহাম্মদ নাঈমুল হকের চৌধুরী সঞ্চালনায় প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন সায়েম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মঈনুদ্দীন সাগর, হাফেজ মোরশেদ হাসান তাইফুর হাফেজ রিয়াজ, মুহাম্মদ হামিদ, ইউসুফ রুবেল প্রমুখ। হামদ্ নাত, ক্বেরাত ও ধর্মীয় নৈতিক শিক্ষার মাধ্যমে ছাত্রদের মাঝে নৈতিকতার শিক্ষা পৌছাতে হবে এবং ইসলামি সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে অপ-সাংস্কৃতি রোধ করতে হবে। তাই ছাত্রসেনা এই ধরণের সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদেরকে মেধা বিকাশে সুযোগ করে দিচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply