হযরত সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরীর পবিত্র খোশরোজ শরীফ আজ

চট্টগ্রাম পাঁচলাইশ বিবিরহাট পশ্চিম পাড়া গাউছিয়া শাহজাহান মঞ্জিল এর নিজস্ব বাস ভবনে আজ ২৮ জানুয়ারি সারাদিন ব্যাপী পবিত্র আওলাদে গাউসুল আজম, হাযত রাওয়া, মুশকিল কুশা ও শাহেনশাহ হযরত সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরী আল মাইজভান্ডারীর খোশরোজ শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের আখেরী মোনাজাত পরিচালনা করবেন বড় শাহাজাদা সৈয়দ মোহাম্মদ এসকান্দর মির্জা চৌধুরী (মুকুট) আল মাইজভান্ডারী। এতে শাহাজাদা সৈয়দ মোহাম্মদ এসকান্দর মির্জা চৌধুরী (মুকুট) আল মাইজভান্ডারী ও শাহাজাদা সৈয়দ মোহাম্মদ সেকান্দর মির্জা চৌধুরী (মহান) আল মাইজভান্ডারী ধর্ম বর্ণ সকরের উপস্থিতি কামনা করছি।